Barrackpore Fire Incident: ব্যারাকপুরে শপিং মলে বিধ্বংসী আগুন, আতঙ্ক স্থানীয়দের মধ্যে
ABP Ananda Live: ব্যারাকপুর স্টেশনের কাছে শপিং মলে বিধ্বংসী আগুন। কলকাতার সাউথসিটি ও অ্যাক্রোপলিসের ছায়া এবার জেলায়। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে ঘোষপাড়া রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড। শপিংমলটিতে নীচে অসংখ্য দোকান, রেস্তোরা, মাল্টিপ্লেক্স। বলাইবাহুল্য ভিড় লেগে থাকে সেখানে। আর তারই মাঝেই শপিংমলে দাউদাউ করে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা রাস্তা পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে ? কতটা ক্ষয়ক্ষতির পরিমাণ ? এখনও জানা যায়নি। পাশে শিয়ালদা-কৃষ্ণনগরের রেল শাখা রয়েছে। তাই সব মিলিয়ে উদ্বেগ বেড়েছে।
সঞ্জয় রায়ের আমৃত্য়ু কারাদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে, হাইকোর্টে যাওয়ার ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী:
সঞ্জয় রায়ের আমৃত্য়ু কারাদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে, হাইকোর্টে যাওয়ার ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী। যদিও তাতে সায় নেই তিলোত্তমার পরিবারের। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে, এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তিলোত্তমার মা-বাবা।



















