Meera Bhattacharya : বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর এক বছরে স্মৃতিচারণায় স্ত্রী মীরা ভট্টাচার্য
ABP Ananda LIVE : ২ কামরার ফ্ল্যাটই ছিল তাঁর নিজের জগৎ। টেবিল ছিল না, চেয়ারে বসে পায়ের ওপর লিখতেন। স্ত্রীকে নিয়ে কখনও ফ্লাইটে চড়েননি। বেড়াতে যাওয়া বলতে ছিল, দিঘা বা উত্তরবঙ্গ। নন্দীগ্রামে গুলি চলা বা ক্ষমতাচ্য়ুত হয়ে ঘরে ফেরার দিন কেমন ছিল বুদ্ধদেব ভট্টাচার্যর মনের অবস্থা? কী লিখেছেন আত্মজীবনীতে? মৃত্যুর এক বছর পর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনের হতাশা, ব্যর্থতা, আক্ষেপের কথা শোনালেন স্ত্রী মীরা ভট্টাচার্য।
তিনি স্বপ্ন দেখেছিলেন এই রাজ্য নিয়ে। স্বপ্ন দেখেছিলেন, কৃষিকে ভিত্তি করে, শিল্পকে ভবিষ্য়ত করতে! কিন্তু পারেননি। উল্টে তাঁর আমলেই পতন হয়েছে ৩৪ বছরের বাম দূর্গের। কিন্তু রাজনৈতিক জীবনে সাফল্য়-ব্য়র্থতার মিশেলের মধ্য়ে দিয়ে এগোনো বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্য়ুর পর, তাঁর ঘোর রাজনৈতিক বিরোধীও একটা কথা স্বীকার করতে বাধ্য় হয়েছেন, তাঁর সততা, তাঁর অনাড়ম্বর-অতি সাধারণ-সরল জীবনযাপন অতুলনীয়! মৃত্যুর এক বছর পর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনের হতাশা-আক্ষেপের আখ্যান শোনা গেল তাঁর এক চিলতে ফ্ল্য়াটের অন্দরে।
জীবনের বড় অংশের কথা লিখে গেছেন আত্মজীবনীতে।অপ্রকাশিত সেই আত্মজীবনীর তথ্য এদিন প্রকাশ্যে আনলেন স্ত্রী। মীরা ভট্টাচার্য বলছেন, 'ওনার আত্মজীবনী। ওনার কঠোর নির্দেশ ছিল, উনি থাকাকালীন প্রকাশিত হওয়া তো দূরের কথা, খবর যেন বাইরে না আসে। এমন জায়গায় ওটাকে রাখতেন। ২০১৭ থেকে ২৪ পর্যন্ত নেই। বাকিটা সবকিছু আছে । ওটা প্রকাশিত হয়নি। ২০১৬ পর্যন্ত আত্মজীবনীর বিষয়বস্ত। ওনার নির্দেশ ছিল, মৃত্যুর পর যেন ওটা প্রকাশিত হয়।'


















