By Election Result: দলবদলের পর লোকসভা ভোটে হেরেও উপনির্বাচনে জয় দিয়ে ফিরলেন কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি
ABP Ananda LIVE: মানিকতলায় (maniktala)জয়ী তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে(supti pandey)। পরাজিত বিজেপির কল্যাণ চৌবে। আর আজ গণনার মধ্যেই দেখা গেল সংঘাতের ছবি। সব শেষে অবশ্য সৌজন্যের ছবি ধরা পড়ল ক্যামেরায়। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবকে হাতজোড় করে নমস্কার করলেন সুপ্তি পাণ্ডে।
সিঁথিতে প্রোমোটারের থেকে ৫ লক্ষ টাকা চেয়ে 'চাপ' সিঁথির 'বাহুবলী'র। গতকাল মধ্যরাতে প্রোমোটারের অফিসে ঢুকে তাণ্ডব। অফিসে ঢুকে চড়াও হয়ে প্রোমোটারকে বেধড়ক মারধরের অভিযোগ। প্রোমোটারের দাবি, মারধরে জড়িত মূল অভিযুক্তর অভিজিৎ মণ্ডল ওরফে রানা। হামলার সময় নিজেকে জয়ন্ত সিংহ এবং বিধায়ক অতীন ঘোষের লোক বলে পরিচয় দিয়েছিল রানা, দাবি আক্রান্ত প্রোমোটারের। ঘটনা সম্পর্কে জানা নেই, দাবি অতীন ঘোষের। জখম হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি প্রোমোটার। অফিস ঘর থেকে টাকা লুঠেরও অভিযোগ করছেন প্রোমোটার। মারধরের পর সিসি ক্যামেরা দেখে, তা ভেঙে দেওয়ার অভিযোগ। কাশীপুর থানায় এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। 'অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আক্রান্তর সঙ্গে কথা বলা হয়েছে'। উপযুক্ত ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে, জানিয়েছে পুলিশ।