WB News: অতীত ভুলে ফের কাছাকাছি কংগ্রেস ও তৃণমূল ? রাহুলের বাসভবনে অভিষেকের উপস্থিতি নিয়ে জোর জল্পনা
ABP Ananda LIVE : বৃহস্পতিবার নৈশভোজে কাছাকাছি এসেছেন রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। আর সেই ছবিই জল্পনা উস্কে দিয়েছে, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কি ফের কাছাকাছি আসতে পারে কংগ্রেস এবং তৃণমূল? তবে সেই সঙ্গে এই প্রশ্নও উঠছে, অতীতে মমতা বন্দ্য়োপাধ্য়ায় কংগ্রেসকে কিংবা রাহুল গান্ধীকে যেভাবে আক্রমণ করেছেন তারপর কি দুই দলের মধ্য়ে ফের সুসম্পর্ক তৈরি হতে পারে? মমতা বন্দ্য়োপাধ্য়ায় কখনও রাহুল গান্ধীকে বসন্তের কোকিল বলে কটাক্ষ করেছেন। কখনও রাহুল গান্ধীকে নরেন্দ্র মোদির TRP বলে খোঁচা দিয়েছেন। অন্য়দিকে, কংগ্রেসও বিভিন্ন ইস্য়ুতে পথে নেমে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পদত্য়াগ দাবি করেছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন হল, এবার কংগ্রেসের দিল্লি লাইন ও বেঙ্গল লাইন কি তাহলে মিলবে? আর কংগ্রেস যদি তৃণমূলের কাছাকাছি যায়, তাহলে সিপিএম কী করবে? ২০২৪-এর লোকসভা ভোটে, কংগ্রেস-তৃণমূল জোটের সম্ভাবনা তৈরি হয়েও, তারপর তা ভেস্তে গেছিল। এবার কী হতে পারে?


















