RajeevKumar:শোওয়ার ঘরে খাটের নীচের সুড়ঙ্গ মিশেছে খালে,এই পথেই পালাত সাদ্দামরা?কী বললেন রাজীব কুমার?
West Bengal News: রাজ্যপুুলিশের(west bengal police) ডিজির(DG) দায়িত্ব নিলেন রাজীব কুমার ।'সবাই একসঙ্গে ধর্মীয় অনুষ্ঠান পালন করুন'। 'ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তায় প্রস্তুত পুলিশ'। 'আপনারা সকলে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন, অন্যদের যাতে অসুবিধা না হয় তাও লক্ষ্য রাখবেন। উৎসব সবার, আমরা সবাই একসঙ্গে মিলে তা পালন করি', বললেন রাজীব কুমার(Rajeev Kumar)।
সন্দেশখালির পর এবার সোনারপুরে মহিলাদের বাড়িতে ডেকে অত্যাচারের অভিযোগ। অত্যাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শিকল দিয়ে বেঁধে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে। সালিশি সভা বসিয়ে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ। সালিশি সভায় জামালউদ্দিনের প্রস্তাবে রাজি না হলেই অত্যাচার চালানো হত বলে অভিযোগ। অন্যের জমি হাতিয়ে প্রাসাদোপম বাড়ি করার অভিযোগ জামালউদ্দিনের বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও লাভ হত না বলে দাবি স্থানীয়দের। অভিযোগ, ভয় দেখিয়ে এলাকায় শাসন কায়েম রেখেছিল জামালউদ্দিন।