Anish Khan Death Update: আনিস খানের বাড়িতে অভিযান আইন মেনে হয়নি, আদালতে স্বীকার রাজ্যের। Bangla News
‘আনিস খানের (Anish Khan) বাড়িতে অভিযান আইন মেনে হয়নি’, কোর্টে (Calcutta High Court) মানল সরকার (West Bengal Government)। ‘অভিযুক্ত পুলিশকর্মীদের শাস্তির প্রয়োজন। যদিও আনিসকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে পুলিশ যায়নি। তাই ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা এক্ষেত্রে প্রযোজ্য নয়’, আমতার আনিস খান হত্যা মামলায় কোর্টে জানাল রাজ্য সরকার।
‘সালেম খান প্রত্যক্ষদর্শী নয়, শুধুমাত্র পড়ে যাওয়ার আওয়াজ শুনেছেন। ধস্তাধস্তি হলে কেউ না কেউ চিৎকারের আওয়াজ পেতেন। আনিসের বাবা সালেম তিনবার তিনরকম বয়ান দিয়েছেন। অভিযুক্তের ফোন পরীক্ষা করে কোনও চক্রান্তের প্রমাণ মেলেনি। খুনের কোনওরকম উদ্দেশ্যও মোবাইল থেকে পাওয়া যায়নি। ওসি আমতা ছাড়াও অন্য এক পুলিশকর্মীও আনিসকে চিনতেন না। হোমগার্ড কাশীনাথ বেরাও আনিস খানকে চিনতেন না’, দাবি রাজ্যের।
‘তদন্তের যান্ত্রিক পদক্ষেপের কথা রাজ্যের রিপোর্টে আছে। কিন্তু দুই অভিযুক্ত পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদের পদ্ধতি স্পষ্ট নয়। শুধু তদন্ত করলেই হবে না, মানুষের মনে যাতে আস্থা
থাকে সেটাও দেখতে হবে। খুনের ধারায় মামলা হবে না, এ সিদ্ধান্তে পৌঁছলেন কী করে? সিঁড়ি দিয়ে দুই পুলিশকর্মী ওঠার পর কী হল, সেটাও রিপোর্টে পরিষ্কার নয়। আনিসের বাবার পলিগ্রাফ পরীক্ষার কী প্রয়োজন? তিনি একজন শোকগ্রস্ত পিতা। অনিচ্ছাকৃত খুনের ধারায় কেন মামলা? কেন খুনের মামলা নয়? অভিযুক্তদের মোবাইল ফোন পরীক্ষা করে কী পাওয়া গিয়েছে? রাজনৈতিক প্রভাবমুক্ত হলে আমাদের দেশের তদন্তকারীরা পৃথিবীতে শ্রেষ্ঠ হতেন’, আনিস হত্যাকাণ্ডের মামলায় মন্তব্য প্রধান বিচারপতির বেঞ্চের। আনিস হত্যাকাণ্ডের মামলায় পরবর্তী শুনানি ৭ জুন সকাল সাড়ে ১০টায়।