CV Ananda Bose:'জাতীয় স্তরে যার দৃষ্টি আকর্ষণ হওয়া প্রয়োজন,'বাঙালি হেনস্থা নিয়ে মন্তব্য় রাজ্য়পালের
ABP Ananda LIVE : "এটা একটা ইস্যু, জাতীয় স্তরে যার দৃষ্টি আকর্ষণ হওয়া প্রয়োজন। আমাদের পরিণত গণতন্ত্রে গ্রহণযোগ্যভাবে এর সমাধান হওয়া উচিত। আমি নিশ্চিত যে, এক্ষেত্রে ন্যায় বিচার হবে।" ভিন রাজ্যে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগে যখন তুঙ্গে রাজনৈতিক তরজা, তখন এই ইস্যুতে সরব হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকী "বাংলা" নামে কোনও ভাষা নেই, বলে যে দাবি করে বিতর্কে জড়িয়েছেন বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য, সেই প্রসঙ্গে এই দিন বলতে গিয়ে রবীন্দ্রনাথের 'বাংলার মাটি, বাংলার জল' গেয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন রাজ্যপাল। যা স্বাভাবিকভাবেই তৃণমূলের কাছে বাড়তি অক্সিজেন জুগিয়েছে। যদিও বিজেপি নেতা রাহুল সিন্হার দাবি, তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে। বাঙালি হেনস্থার ঘটনা এবার জাতীয় স্তরে দৃষ্টি আকর্ষণ করেছে। মুখ খুললেন রাজ্যপাল। কেন্দ্র নিযুক্ত রাজ্যপাল যা দেখতে পাচ্ছেন, বাংলার বিজেপি তা পারছে না, খোঁচা তৃণমূলের। 'হেনস্থা'য় সরব রাজ্যপাল।




















