Jhargram News:শিক্ষকের থাপ্পড়, পাল্টা বন্দুক হাতে স্কুলে দশম শ্রেণির ছাত্র!গোপীবল্লভপুর স্কুলের ঘটনা
ABP Ananda LIVE: শিক্ষকের থাপ্পড়, পাল্টা বন্দুক হাতে স্কুলে দশম শ্রেণির ছাত্র ! ঝাড়গ্রামের গোপীবল্লভপুর স্কুলের ঘটনা। ইতিহাসের ক্লাসে বদমায়েশি করে ছাত্রকে থাপ্পড় ! পাল্টা বন্দুক হাতে স্কুলে দশম শ্রেণির ছাত্র
রাতে বাড়ি থেকে বেরোতেই দ্বাদশ শ্রেণির ছাত্রের বুকে গুলি ! মর্মান্তিক ঘটনা মালদায়
আবার গুলি চললো মালদায়। গুলিতে আহত দ্বাদশ শ্রেনীর ছাত্র। আহত ছাত্রের নাম আবদুল সাহিদ ১৯ । বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবদুল। বুকের ডানদিকে গুলি লেগেছে তার। অবস্থা আশঙ্কাজনক। কলকাতায় স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজার এলাকায়।সোমবার রাত সাড়ে আটটায় সময় এই গুলি চালানোর ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ গতকাল রাতে বাড়ি থেকে বের হয়েছিল এই ছাত্র। এরপর হঠাৎ করে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে রাজ সেখ নামে এক যুবকের বিরুদ্ধে।


















