Katwa News : বারুদের স্তূপে কাটোয়া ! বালিঘাট দখলের জন্যই বোমা তৈরি ? | TMC BJP I ABP Ananda LIVE
ABP Ananda LIVE : কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণে, প্রাণ গেছে একজনের। স্থানীয়দের একাংশের অভিযোগ, এর নেপথ্য়ে রয়েছে বালিঘাটের দখলদারি নিয়ে বিবাদ। অভিযোগ, শুক্রবার, বাইরে থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে এই পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধছিলেন তিনি। উদ্দেশ্য ছিল, এলাকায় অশান্তি সৃষ্টি করা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
বাদুড়িয়ায় বসিরহাট-স্বরূপনগর রোড অবরোধ করেন স্থানীয়রা
বর্ষাকাল এলেই ভুগতে হয় এই সমস্য়ায়। বছরের পর বছর ধরে অভিযোগ জানিয়েও হয়নি সমস্য়ার সমাধান। শনিবার সেই অভিযোগকে সামনে রেখেই বাদুড়িয়ায় বসিরহাট-স্বরূপনগর রোড অবরোধ করেন স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে, তাঁদের সঙ্গেও শুরু হয় বচসা। আঙুল উঁচিয়ে পুলশিকে হুঁশিয়ারি দিতে দেখা যায় বিক্ষোভকারীদের একাংশকে। চলে তুমুল তর্কাতর্কি। ঘণ্টাখানেকের জন্য় অবরুদ্ধ হয় পড়ে রাস্তা। পুলিশ আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে আসেন তৃণমূল নেতা ও শায়েস্তানগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রকাশ সর্দার। কিন্তু গ্রামবাসীদের সঙ্গে আলোচনা চলাকালীনই কাটে তাল। পঞ্চায়েত প্রধানের অভিযোগ, আলোচনা চলাকালীন তাঁকে অসম্মান করা হয়। এরপর তিনি চলে যেতে চাইলে মারমুখী হয়ে ওঠে গ্রামবাসীদের একাংশ। ক্ষোভ উগরে দেন তাঁর বিরুদ্ধে।

















