KMC : কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা
ABP Ananda LIVE: কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে গ্রেফতার। গ্রেফতার করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। ধৃতের নাম পার্থ চোঙদার। হিসেব বহির্ভূত আয়ের ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।এরপরই তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা
আরও খবর...
পানশালার আড়ালে নারী পাচার? তদন্তে নেমে একসঙ্গে কলকাতার ৭ জায়গায় অভিযান চালাল ED
পানশালার আড়ালে নারী পাচার? তদন্তে নেমে একসঙ্গে কলকাতার ৭ জায়গায় অভিযান চালাল ED। সল্টলেকের ব্যবসায়ী জগজিৎ সিং-সহ ৩ ব্যবসায়ীর বাড়ি-ও একাধিক ঠিকানায় চলে ম্যারাথন অভিযান। তল্লাশি চলে ব্যবসায়ী ঘনিষ্ঠ এক ইঞ্জিনিয়ারের নাগেরবাজারের ফ্ল্যাটেও।
SIR আবহে আতঙ্কে মৃত্যুর অভিযোগের তালিকায় জুড়ে গেল জলপাইগুড়ি ও হুগলির নাম
SIR আবহে আতঙ্কে মৃত্যুর অভিযোগের তালিকায় জুড়ে গেল জলপাইগুড়ি ও হুগলির নাম। SIR-NRC আতঙ্কে জলপাইগুড়ির খড়িয়া গ্রামপঞ্চায়েত এলাকায় এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। অন্যদিকে, হুগলির শেওড়াফুলিতে আত্মঘাতী হয়েছেন এক মহিলা। দুই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

















