Midnapore News: বিষাক্ত স্যালাইন, এসএসকেএমে ৩ প্রসূতির অবস্থা এখনও সঙ্কটজনক
ABP Ananda Live: বিষাক্ত স্যালাইন, এসএসকেএমে ৩ প্রসূতির অবস্থা এখনও সঙ্কটজনক। জমাট বাঁধছে না রক্ত, ঠিকমতো কাজ করছে না ফুসফুস-কিডনিও। আর একা অস্ত্রোপচার করতে পারবেন না জুনিয়র-PGT। করলেই শাস্তিযোগ্য অপরাধ। স্যালাইনকাণ্ডে তোলপাড়ের মধ্যেই জানিয়ে দিল মেদিনীপুর মেডিক্যালে। এক প্রসূতির মৃত্যু, সঙ্কটে আরও ৩, অবশেষে ঘুম ভাঙল সরকারের! হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিতর্কিত RL স্যালাইন ব্যবহার বন্ধের নির্দেশ! বিষাক্ত স্যালাইনের সঙ্গে অক্সিটোসিন-বিপত্তিতেই প্রসূতির মৃত্যু? মানা হয়নি প্রোটোকল, রিপোর্ট তদন্ত কমিটির। দোষীদের ছাড় নয়, আশ্বাস মুখ্যসচিবের। মেদিনীপুর মেডিক্যালে মুচলেকা লিখিয়ে প্রসূতিদের দেওয়া হয়েছিল বিষাক্ত স্যালাইন! খোদ সিএমওএইচের স্বীকারোক্তিতে তোলপাড়। সরকারি নিষেধাজ্ঞাই সার, এখনও বাঁকুড়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেই বিতর্কিত RL স্যালাইন! এখনও কোনও নির্দেশিকা না আসার দাবি কর্তৃপক্ষের।



















