Bhangar News : ফের পুলিশকর্মীর উপর হামলা চালিয়ে অভিযুক্ত ছিনতাই ! ভাঙড়ে ধুন্ধুমার
ABP Ananda LIVE : গোয়ালপোখর, ডোমকলের পর ভাঙড়। পুলিশ পিটিয়ে অভিযুক্তদের ছিনতাইয়ের অভিযোগ। তৃণমূলের বুথ সভাপতির নেতৃত্বে হামলা, বাঁশ দিয়ে কনস্টেবলকে মার। আহত ৪ পুলিশকর্মী। 'জুয়া খেলা হচ্ছিল, চার জনকে ধরে নিয়ে আসলাম। ওদেরক বার করা ঠেকাতে গিয়ে মারল, শাসক দলে ছেলেরা মেরেছে', বললেন আহত পুলিশকর্মী।
Malda News: দুষ্কৃতীর হাত থেকে যদি পালিয়ে যেতেন TMC নেতা দুলাল সরকার ? রেডি ছিল হাড় হিম করা 'প্ল্যান B' !
তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় বিহার থেকে আরও এক শার্প শ্যুটারকে গ্রেফতার করল পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, পূর্ণিয়ার বাসিন্দা মহম্মদ আসরারকে অপারেশনের প্ল্যান বি-তে রাখা হয়েছিল। হামলাকারীরা কোনও কারণে দুলাল সরকারকে খুনে ব্যর্থ হলে, আসরারের উপরেই দায়িত্ব ছিল তৃণমূল নেতার মৃত্যু নিশ্চিত করার।
মালদায় তৃণমূলের দাপুটে নেতা ও জেলা সহ সভাপতি দুলাল সরকার খুনের ঘটনায়, বিহারের বাসিন্দা আরও এক শার্প শ্যুটারকে গ্রেফতার করল পুলিশ। ধৃত মহম্মদ আসরার বিহারের পূর্ণিয়ার বাসিন্দা। আর তাকে জেরা করেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য! নতুন বছরের শুরুতে মালদার মহানন্দা পল্লিতে দুষ্কৃতীদের হাতে খুন হন তৃণমূল নেতা দুলাল সরকার। কিন্তু কী হত, যদি এই দুষ্কৃতীরা দুলাল সরকারকে খুন করতে না পারত?


















