Labour Protest : বুনিয়াদপুরে সিপিএম নেতাকে সপাটে চড় বংশীহারি থানার আইসির | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কেন্দ্রীয় শ্রম নীতির বিরোধিতায় ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘট রুখতে সক্রিয় পুলিশ। কোথাও কোথাও পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তারও অভিযোগ উঠল। ধর্মঘটিদের টেনে-হিঁচড়ে, চ্যাংদোলা করে গাড়িতে তুললেন পুলিশ কর্মীরা। কোথাও ধর্মঘটি সিপিএম নেতাকে চড় কষালেন থানার IC. দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে বামেদের জমায়েতে বাধা দেয় পুলিশ। সেই সময় বনধ সমর্থনকারীদের সঙ্গে বচসা বাধে বংশীহারি থানার IC-র। এরপরই সিপিএমের এরিয়া কমিটির সদস্য মাজেদুর রহমানকে সপাটে চড় কষান বংশীহারি থানার IC অসীম গোপ। অন্য়দিকে, ধর্মঘট সমর্থকদের চড় খেতে হল পুলিশকেও। কলকাতায় ধর্মঘটে সামিল SFI-DYFI নেতা, কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে অবরোধ করা হয় কলেজ স্ট্রিটে। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদের পর, শুরু হয় ধস্তাধস্তি।
প্রিজন ভ্য়ানে তোলার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জোড়াসাঁকো থানার ওসিকে চড় মারেন এসএফআই নেত্রী! এদিন, দক্ষিণ কলকাতার গাঙ্গুলিবাগানেও ধুন্ধুমার
বাধে। রাস্তা অবরোধ করে টায়ার
জ্বালাতে বাধা দেয় পুলিশ। সৃজন ভট্টাচার্যর সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা শুরু হয়।
জামার কলার ধরে টেনে-হিঁচড়ে SFI নেতাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। পাশাপাশি, জলপাইগুড়ি, কোচবিহার, রায়গঞ্জ... একাধিক জায়গায় সিপিএম সমর্থকদের টেনে হিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্য়ানে। কোথাও চলে লাঠিচার্জ।



















