Arjun Singh: 'রাশিয়া থেকে রাসায়নিক এনে চক্রান্ত করা হচ্ছে', বিস্ফোরক মন্তব্য অর্জুনের
ABP Ananda Live : ভাটপাড়া পুরসভার দুর্নীতি তদন্তে ভবানীভবনে অর্জুন সিংহ। টেন্ডার দুর্নীতির অভিযোগে প্রাক্তন বিজেপি সাংসদকে CID তলব। হাইকোর্টের নির্দেশে অর্জুনকে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি। ভবানীভবনে যাওয়ার আগে বিস্ফোরক অভিযোগ অর্জুনের। 'রাশিয়া থেকে রাসায়নিক এনে খুনের চক্রান্ত করা হচ্ছে'। '২-৩ মাসের মধ্যে কিছু হয়ে গেলে দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী, সরকার, CID', বিস্ফোরক অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদের।
আরও খবর, জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ উঠল। প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। নির্যাতিতার পরিবারের দাবি, রবিবার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে যাওয়া হয় বছর তেরোর কিশোরীকে। অভিযোগ, সেখানেই নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করে প্রতিবেশী যুবক। মুখ বন্ধ রাখতে নির্যাতিতাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। গতকাল গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।


















