Budge Budge : বজবজে সিন্ডিকেট সংঘর্ষে গ্রেফতার তৃণমূলের ২ পঞ্চায়েত সদস্য
ABP Ananda LIVE : বজবজে সিন্ডিকেট সংঘর্ষে গ্রেফতার তৃণমূলের ২ পঞ্চায়েত সদস্য। ঘটনার পর থেকে FIR-এ নাম থাকা এই ২ জন পলাতক ছিলেন। উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের ২ ধৃতের নাম শেখ আসলাম ও সুজিত দাস। এর আগে এই মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছিল। মোট ৪৩ জনের নামে FIR দায়ের হয়। 'উত্তর রায়পুর পঞ্চায়েতের প্রধানের স্বামীর সঙ্গে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের বিরোধের জেরেএই ঘটনা'। এমনটাই অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Kolkata Crime News: রিজেন্ট পার্কে ডাকাতির অভিযোগ সংক্রান্ত ঘটনায় অভিযোগকারী মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ
রিজেন্ট পার্কে ডাকাতির অভিযোগ সংক্রান্ত ঘটনায় অভিযোগকারী মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণী ও তাঁর এক আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভর সন্ধেয় রিজেন্ট পার্কের ম্যুর অ্যাভিনিউতে থানা থেকে মাত্র ২০০ মিটার দূরে বাড়িতে ঢুকে দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে। গৃহকর্ত্রী সোনালি বিশ্বাসের অভিযোগ ছিল, তিনি দরজা খোলার সময়, জোর করে ফ্ল্যাটে ঢুকে পড়ে মুখোশে মুখ ঢাকা দুই দুষ্কৃতী। মহিলার অভিযোগ ছিল, তাঁর মুখে কাপড় গুঁজে, গলায় ছুরি ঠেকিয়ে, তাঁকে দিয়েই আলমারি খুলিয়ে সোনার গয়না লুঠ করে পালায় দুষ্কৃতীরা।


















