Manoj Pant: FIR-নির্দেশ অমান্যে কড়া জাতীয় নির্বাচন কমিশন। এবার মুখ্যসচিবকে দিল্লিতে তলব
ABP Ananda LIVE : অফিসারদের সাসপেনশন, FIR-নির্দেশ অমান্যে কড়া জাতীয় নির্বাচন কমিশন। এবার মুখ্যসচিবকে দিল্লিতে তলব। আজ বিকেল ৫টার মধ্যে হাজিরার নির্দেশ। নির্দেশ না মানায় কমিশনের তলব, সকালেই দিল্লি যাচ্ছেন মুখ্যসচিব। বিকেলেই হাজিরার সম্ভাবনা। (sot--শুভেন্দু..অসাংবিধানিক কাজ মুখ্যসচিবের। ভয় পাবেন না, পাশে আছে সরকার। নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের মধ্যেই নবান্নের বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর। ডেটা এন্ট্রি অপারেটরদের কাজে নজর রাখার নির্দেশ। কমিশনের সঙ্গে বেনজির সংঘাতে নবান্ন। সংঘাতের বলি হতে চাই না বলে পথে নামলেন প্রধান শিক্ষকরা। শুধু আধার, ভোটার, প্যান কার্ড থাকলেই ভারতীয় নন। এসআইআর বিতর্কের মধ্যেই পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টেরও। বাংলাদেশি সন্দেহে ধৃতের জামিনের আবেদন খারিজ। ভুয়ো ভোটের অভিযোগে ফের এসআইআর নিয়ে রাহুলের হুঙ্কার। পিকচার আভি বাকি হ্যায় বলে হুঙ্কার। তথ্য থাকলে কমিশনে জানান, পাল্টা বিজেপি।


















