West Bengal News : রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করার নির্দেশ
ABP Ananda Live: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করার নির্দেশ । CEO দফতরকে স্বাধীন ঘোষণা করার নির্দেশ । নবান্নে পৌঁছাল নির্বাচন কমিশনের চিঠি।
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সরকারের কিছু কর্মসূচি এখুনই শুরু হবে, সেটা বলবার জন্যই আজকে আমার এখানে আসা। আশা করি আপনারা একটু গুরুত্ব দেবেন।.. আগেও আপনারা দেখেছেন, দুয়ারে সরকার প্রকল্প করেছি। এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের, প্রায় ১০ কোটি মানুষ অংশগ্রহণ করেছে। এবং তাঁদের ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। কিন্তু কিছু পরে আছে, ১০ শতাংশ, বিভিন্ন স্কিমের ব্যাপারে। সেই স্কিমে যারা, অ্যাপ্লাই ইতিমধ্যেই করেছেন, তাঁদেরটা আমরা ডিসেম্বর মাস থেকে, শুরু করব। বিশেষ করে যেগুলি আমরা করতে পারি। যেমন লক্ষ্মীর ভাণ্ডার, এই টাইপের কিছু স্কিম। এবার আমরা যেটা করব, দুয়ারে সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি, প্রচুর মানুষ এসেছেন, প্রায় ১০ কোটি মানুষ। এবং তাঁরা কিন্তু, অনেক কাজ পেয়েছে। একেবারে Caste Certificate থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, ছাত্র-ছাত্রীদের জন্যও...অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে। এবারে আমরা একটা প্রোগাম নিচ্ছি। এই প্রোগামটার নাম হবে, আমাদের পাড়া, আমাদের সমাধান।'


















