Fake Aadhar Card: ফের বাংলাদেশি নাগরিকের ভারতীয় আধার কার্ড, পানিট্যাঙ্কিতে গ্রেফতার
ABP Ananda LIVE: ফের বাংলাদেশি নাগরিকের ভারতীয় আধার কার্ড, পানিট্যাঙ্কিতে গ্রেফতার । পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে নেপালে ঢোকার চেষ্টা ধৃতের । আধার কার্ড দেখিয়ে সীমান্ত পারের চেষ্টা, তল্লাশিতে উদ্ধার বাংলাদেশি নথি । বাংলাদেশি পরিচয়পত্রে নাম মহম্মদ মানিক, আধার কার্ডে নাম রাতুল খান । বাংলাদেশি নাগরিক বলে জেরায় স্বীকার ধৃতের, দাবি পুলিশ ও SSB-র । ধৃত ব্যক্তি বাংলাদেশের লালমনিরহাটের বাসিন্দা, দাবি SSB সূত্রে । পরে ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় SSB
সল্টলেকের পর বেহালা, পর্ণশ্রীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠল গাড়ি
শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য, সল্টলেকের পর এবার বেহালা। পর্ণশ্রীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে ওঠে পড়ল গাড়ি। বেপরোয়া গতিতে ফুটপাথে উঠে দোকানে ধাক্কা গাড়ির। পর্ণশ্রী থানার কাছেই বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। গাড়ির চালক-সহ ২ জনকে আটক করেছে পুলিশ। মোবাইল দেখতে দেখতে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক, দাবি স্থানীয়দের। স্থানীয় এক ব্যক্তির কথায় ভেঙেচুরে বিচ্ছিরি অবস্থায় পড়েছিল গাড়িটি। ক্যামেরাতেও দেখা গিয়েছে বেপরোয়া ভাবে এসে ফুটপাতে উঠে যায় গাড়িটি। চালক মোবাইল দেখতে গিয়ে অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটিয়েছে বলে জানা গিয়েছে। অনুমান গাড়ির স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ ছিল না চালকের। তবে এই পথ দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও এ হেন ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দারা একদিকে যেমন আতঙ্কিত, তেমনই ক্ষুব্ধ।


















