West Bengal News: কোচবিহারের মাথাভাঙায় ভোটার তালিকায় ভুরি ভুরি গরমিল ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ছাব্বিশের ভোটের আগের ভূতুড়ে ভোটার নিয়ে তোলপাড় । ভূতুড়ে ভোটার খুঁজতে বাড়ি বাড়ি তৃণমূলের নেতা-মন্ত্রীরা । কলকাতা থেকে কোচবিহারে, দিকে দিকে ভূতুড়ে ভোটারের খোঁজ । চেতলায় ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি ঘুরলেন ফিরহাদ হাকিম । ভবানীপুরেও ভূতুড়ে ভোটার খুঁজতে বাড়ি বাড়ি ঘুরলেন তৃণমূল কাউন্সিলর । কোচবিহারের মাথাভাঙায় ভোটার তালিকায় ভুরি ভুরি গরমিল । একই এপিক কার্ডে উত্তরপ্রদেশের ভোটারদের নাম
নদিয়ার হরিণঘাটায় জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে অ্যাম্বুল্যান্স
নদিয়ার হরিণঘাটায় জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে অ্যাম্বুল্যান্স। উল্টোদিকের লেনে ঢুকে লরির ধাক্কায় মৃত্যু হল ২ মহিলা-সহ ৩ জনের। রোগী, অ্যাম্বুল্যান্স চালক, লরি চালক-সহচারজন আহত হন। গতকাল রাত ১২টা নাগাদ হরিণঘাটার জাগুলিয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। ঝাড়খণ্ডের পাকুড় থেকে রোগী নিয়ে কলকাতার SSKM হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। জাতীয় সড়কের কলকাতাগামী
লেনে যানজটের কারণে উল্টোদিকের লেন ধরেছিলেন অ্যাম্বুল্যান্স চালক। রানাঘাটের দিকে যাওয়া লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুল্যান্সের ৩ সওয়ারির। আহতরা কল্যাণীর JNM হাসপাতালে ভর্তি রয়েছেন।


















