WB News: প্রসূতি মৃত্যুর বৃদ্ধির হার নিয়ে চিন্তায় স্বাস্থ্য দফতর। প্রোটোকল আদৌ মানছেন চিকিৎসকরা ?
ABP Ananda LIVE: প্রসূতি মৃত্যুর বৃদ্ধির হার নিয়ে চিন্তায় স্বাস্থ্য দফতর। মৃত্যুহার কমাতে কঠোর গাইডলাইন জারি স্বাস্থ্য দফতরের। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনার পরই স্যালাইন ব্যবহার নিয়ে কড়া গাইড লাইন জারি। বিশেষজ্ঞ কমিটির দেওয়া প্রোটোকল আদৌ মানছেন চিকিৎসকরা? 'মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়াও গ্রামীণ হাসপাতাল, ব্লক স্বাস্থ্য কেন্দ্রে মানতে হবে গাইড লাইন'। 'প্রতিটি জায়গায় চিকিৎসক, অ্যানেসথেসিওলজিস্ট, নার্সিং স্টাফ প্রত্যেককে মেনে চলতে হবে'। 'প্রসূতি মায়েদের সিজারের ক্ষেত্রে সঠিক মাত্রায় স্যালাইন দিতে হবে'। 'ক্রিস্টালয়েড স্যালাইন দেওয়ার সঠিক প্রটোকল না মানলে কিডনি ফেইলিওর হতে পারে, হতে পারে অ্যানিমিয়া'।
মালদার হবিবপুুর, নদিয়ার পলাশিপাড়ার পর এবার বাঁকুড়ার বেলিয়াতোড়, ফের শিক্ষাঙ্গনে তৃণমূল নেতার 'দাদাগিরি'
মালদার হবিবপুুর, নদিয়ার পলাশিপাড়ার পর এবার বাঁকুড়ার বেলিয়াতোড়। ফের শিক্ষাঙ্গনে তৃণমূল নেতার 'দাদাগিরি'। কলেজের পরিচালন সমিতির বৈঠকে দুই অধ্যাপককে শাসানোর অভিযোগ। অধ্যাপকদের শাসানোর অভিযোগ উঠেছে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। ২৬ মার্চের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। গত ৩ এপ্রিল ই-মেল মারফত বেলিয়াতোড় থানায় অভিযোগ দায়ের করেন দুই অধ্যাপক। দুই অধ্যাপককে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। অধ্যাপকদের দাবি, বেলিয়াতোড় থানা প্রথমে অভিযোগ নিতে চায়নি। এরপর পুলিশ সুপারের কাছে জানালে নড়েচড়ে বসে পুলিশ।


















