Mamata Banerjee :'বাংলায় কথা বললেই তাদের মারা হচ্ছে ওড়িশায়,' 'ধাম' বিতর্কে মন্তব্য মুখ্যমন্ত্রীর
ABP Ananda Live : বাংলায় কথা বললেই তাদের মারা হচ্ছে ওড়িশায়,' 'ধাম' বিতর্কে সপাটে জবাব মুখ্যমন্ত্রীর। পুরী মন্দিরের সেবায়েত ও ওড়িশাবাসীর একাংশের দাবি, সহস্রাধিক কাল প্রাচীন পুরীর মন্দিরই একমাত্র জগন্নাথ ধাম। দিঘার মন্দিরকে ধাম বলা যাবে না, দাবি তাঁদের। বিতর্ক এখানেই থেমে থাকেনি। প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুরীর মন্দিরের রাজেশ দ্বৈতাপতিকেও। প্রশ্ন উঠেছে, দিঘার মন্দিরের বিগ্রহ নির্মাণে ব্যবহার হয়েছে পুরীর মন্দিরে নবকলেবর থেকে বেঁচে যাওয়া কাঠ। আর এ নিয়েই তীব্র হয়েছে অসন্তোষ। এই নিয়েই এবার প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুর্শিদাবাদে যান তিনি। সেখানে গিয়েই জগন্নাথ ধাম নিয়ে রাজনৈতিক আকচাআকচি নিয়ে মুখ খোলেন তিনি। মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন, মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট বা দক্ষিণেশ্বরে স্কাইওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না ? মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো করলে তখন প্রশ্ন ওঠে না ? মমতা বন্দ্যোপাধ্যায় কালীপুজো করলে তখন প্রশ্ন ওঠে না? জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না ? 'বলা হচ্ছে আমি নাকি নিম কাঠও চুরি করেছি। আরে আমার বাড়িতেই তো চারটে নিমগাছ আছে। কটা দরকার আছে বলুন। আমাদের চুরি করতে হয় না। চুরি বিদ্যা ভয়ঙ্করী'। বললেন মুখ্যমন্ত্রী।

















