Muriganga Erosion : পূর্ণিমার কটালের জেরে ভোররাতে হঠাৎ ধস নামল সাগরে মুড়িগঙ্গা নদীর বাঁধে
ABP Ananda LIVE : পূর্ণিমার কটালের জেরে ভোররাতে হঠাৎ ধস নামল সাগরে মুড়িগঙ্গা নদীর বাঁধে। প্রায় ১৫০ ফুট এলাকা জুড়ে ধস নেমেছে বলে জানা গিয়েছে। ধস নামার পরেই উপকূলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা এসেছেন। এলাকাবাসীদের দাবি, এখনই নদী বাঁধ মেরামত না করা হলে, পুরো গ্রাম নোনা জলে প্লাবিত হবে। জল বাড়লে আরও বড় অংশ জুড়ে ধসের সম্ভাবনা রয়েছে।
Mehul Choksi arrested : বেলজিয়ামে গ্রেফতার দেশের বৃহত্তম ব্যাঙ্কিং প্রতারণায় অভিযুক্ত মেহুল চোকসি
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত মেহুল চোকসিকে অবশেষে গ্রেফতার করা হল বেলজিয়ামে । সূত্রের খবর, ভারতের বার্তা পেয়েই বেলজিয়াম সরকার এই পদক্ষেপ করেছে। ২০১৮-র জানুয়ারিতে দেশের ইতিহাসে বৃহত্তম ব্যাঙ্কিং প্রতারণার অভিযোগ সামনে আসে । হিরে ব্যবসায়ী মেহুল চোকসির নাম পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ঋণ নিয়ে আর মেটাননি বলে অভিযোগ। এই মামলাতেই অভিযুক্ত হন মেহুলের ভাগ্নে নীরব মোদিও।
ঋণখেলাপি মেহুল ও নীরব তারপর থেকেই পলাতক। এই দুই হিরে ব্যবসায়ীর ঋণ-কেলেঙ্কারি ও দেশ ছেড়ে পালানো নিয়ে রাজনৈতিক আকচাআকচিও কম হয়নি। বারবার মোদি সরকারকে নিশানা করেছেন বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, মোদি সরকার জেনেবুঝেই মেহুল চোকসিকে পালানোর রাস্তা করে দিয়েছিল। ভারতে প্রতারণায় অভিযুক্ত মেহুল চোকসি কি তাহলে বহাল তবিয়তে বিদেশে থেকে যাবেন? এই প্রশ্ন উঠেছিল বারবার। অবশেষে ভারত সরকারের অনুরোধে বেলজিয়াম থেকে গ্রেফতার হলেন ৬৫ বছরের পলাতক হিরে ব্যবসায়ী। জানা যাচ্ছে, ২০২১ সালে মেহুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই পরোয়ানাতেই গ্রেফতার করা হয়েছে 'ঋণখেলাপি' হিরে ব্যবসায়ীকে। তবে, স্বাস্থ্যগত ও অন্যান্য কারণ দেখিয়ে চোকসি জামিন চাইবেন বলে মনে করা হচ্ছে।



















