ECI News: ভোটার তালিকায় গরমিলের অভিযোগ, রাজ্য ও কমিশনের সংঘাত তুঙ্গে
ABP Ananda LIVE : সাসপেশন ও FIR নিয়ে, রাজ্য় ও কমিশনের সংঘাতের পরিস্থিতি কীভাবে তৈরি হল? ভোটার তালিকায় গরমিলের অভিযোগ থেকে বিতর্কের শুরু। নির্বাচন কমিশন সূত্রে দাবি, ডিজিটাল ফুটপ্রিন্ট থাকায় ৪ জন অফিসার ও ১ জন ডেটা এন্ট্রি অফিসারকে সাসপেন্ড করে FIR দায়ের করা নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু ব্যবস্থা নেওয়া তো দূরঅস্ত, উল্টে সরকারি অফিসারদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। এরপর কমিশন ডেডলাইন বেঁধে দিলেও নির্দেশ মানেনি রাজ্য সরকার। এই পরিস্থিতিতে এবার কঠোর পদক্ষেপ করল নির্বাচন কমিশন। কেন কমিশনের নির্দেশ পালন হল না, তার ব্যাখ্যা চেয়ে দিল্লিতে তলব করা হল মুখ্যসচিবকে। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন, এটা সাংবিধানিক সঙ্কটের দিকে যাচ্ছে। ধীরে ধীরে এটা আরও বাড়বে। কারণ মমতা ব্য়ানার্জি নিজেকে শহিদ হিসেবে তুলে ধরতে চাইছেন। যদিও এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রাজ্য সরকারের বিষয়ে রাজ্য সরকার বলবে।


















