Nandigram News : নন্দীগ্রাম দিবসে শহিদদের শ্রদ্ধা জানানো নিয়ে রাজনৈতিক তরজা
ABP Ananda LIVE: নন্দীগ্রাম দিবসে শহিদদের শ্রদ্ধা জানানো নিয়েও অব্যাহত শাসক-বিরোধী টানাপোড়েন। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে তৃণমূল-বিজেপি আলাদা কর্মসূচি আয়োজন করলেও তা ঘিরে চড়ল উত্তেজনার পারদ। গোকুলনগরের অধিকারী পাড়ায় শহিদ তর্পণ করে শুভেন্দু অধিকারী বেরিয়ে যেতেই, সেখানে গিয়ে বিজেপির লাগানো কালো পতাকা খুলে দেয় তৃণমূলের একাংশ। শুভেন্দু দেরিতে অনুষ্ঠান শেষ করেছেন বলে বিরোধী দলনেতার উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। গোটা এলাকা জল দিয়ে ধোয়ার পর সেখানে শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জানান তৃণমূলের নেতাকর্মীরা।
দোলের মাঝেই হুঙ্কার TMC সাংসদ পার্থর, 'বিরোধীরা টিভির পর্দায় আছেন, মানুষের সঙ্গে নেই..'
নৈহাটিতে রঙের উৎসবে রাজনীতির উত্তাপ। প্রভাতফেরিতে হুঙ্কার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। বললেন, 'বিরোধীরা টিভির পর্দায় আছেন, মাঠে-ময়দানে নেই। একজন বিরোধীকেও দেখবেন না মানুষের সঙ্গে আছেন।'
কবি লিখেছিলেন, আলোকরসে মাতাল রাতে, বাজিল কার বেণু। দোলের হাওয়া সহসা মাতে, ছড়ায় ফুলরেণু। কিন্তু রাজনীতি সর্বস্ব বাংলাতে দোলের হাওয়াতেও রাজনীতি মিলেমিশে একাকার! দোলের দিনও বিরোধীদের কটাক্ষ ছুড়ে দিলেন ব্য়ারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। ব্য়ারাকপুর তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, বিরোধীরা টিভির পর্দায় আছে, মাঠে ময়দানে নেই। একজনকেও দেখবেন না বাঙালির এই উৎসব পালন করতে মাঠে আসতে, মানুষের সাথে আসতে, কোনও বিরোধী কেউ নেই।



















