WB News: পুজোর পরেই নিয়োগের সিদ্ধান্ত সরকারের,প্রাথমিকে ১৩৪২১টি শূন্যপদে নিয়োগ, বিজ্ঞপ্তি দেবে পর্ষদ
ABP Ananda LIVE : উৎসবের মধ্যেই চাকরি চেয়ে পথে আন্দোলন, পুজোর পরেই নিয়োগের সিদ্ধান্ত সরকারের। প্রাথমিকে ১৩৪২১টি শূন্যপদে নিয়োগ হবে, বিজ্ঞপ্তি জারি করতে চলেছে পর্ষদ।
উৎসবের মধ্যেই চাকরি চেয়ে পথে আন্দোলন, পুজোর পরেই নিয়োগের সিদ্ধান্ত সরকারের। প্রাথমিকে ১৩৪২১টি শূন্যপদে নিয়োগ হবে, বিজ্ঞপ্তি জারি করতে চলেছে পর্ষদ।
এক্স পোস্টে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, 'আসন্ন শারদীয়ায় বাংলার যুবক-যুবতীদের শিক্ষক পদপ্রার্থীদের জন্য সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৩,৪২১টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ! পুজোর পরেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সংসদ! সকল চাকরী প্রার্থীদের জন্য রইলো আগাম শুভেচ্ছা।'
চারিদিকেই আন্দোলন হচ্ছে চাকরিপ্রার্থী, শিক্ষাকর্মীদের। দাবি, নিয়োগের, চাকরির। এরই মধ্যে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে পুজোর পরই নিয়োগের বিজ্ঞপ্তি দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২৩ এর টেট পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। ২০২২ এর টেট এর রেজাল্ট বেরনোর পরও দীর্ঘদিন নিয়োগ নেই। বুধবার বারাসতে একটি বিরাট আন্দোলনও হয় নিয়োগের দাবিতে যেখানে ঘেরাও হয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। উৎসবের আবহে লাগাতার এই আন্দোলন চলছে। সে প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রীর এদিনের পোস্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ।



















