Siliguri Water Crisis: পুরসভা জল দূষিত! শিলিগুড়িতে পানীয় জলের জন্য হাহাকার। ABP Ananda Live
ABP Ananda Live: শিলিগুড়িতে পানীয় জলের জন্য হাহাকার। জল কিনতে দোকানের সামনে লম্বা লাইন পড়ছে। বেশি টাকা দিয়েও খাবার জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। মহানন্দার জলই সরবরাহ করে শিলিগুড়ি পুরসভা। অভিযোগ, সেই জল দূষিত হয়ে পড়েছে এবং জল পান করে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন।
২ জুন পর্যন্ত মহানন্দার জল পান না করার জন্য গতকাল নির্দেশ দেয় শিলিগুড়ি পুুরসভা। এরপরই দোকানে দোকানে জল কিনতে লম্বা লাইন পড়েছে। প্রশাসনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছেন শিলিগুড়ি পুর-এলাকার বাসিন্দারা। পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি।
অন্য়দিকে, পুরীতে দুর্ঘটনা, বাজি ফেটে মৃত ২, আহত ২৭। জগন্নাথ দেবের চন্দন যাত্রার সময় বিপত্তি। আতসবাজি ফেটে ২ জনের মৃত্যু, আহত অন্তত ২৭ জন পুণ্যার্থী। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ওড়িশা সরকারের পাশে দাঁড়ানোর বার্তা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata News: নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/851940733a3185cd94ea52bb90a2a2b01739803759405894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)