SSC Case : আলোচনায় বসার প্রস্তাব দিয়ে আজ পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন চাকরিহারাদের
ABP Ananda Live: আলোচনায় বসার প্রস্তাব দিয়ে আজ পর্যন্ত রাজ্য সরকারকে (wb government) ডেডলাইন চাকরিহারাদের(jobless teachers)। প্রোটোকল মেনে লেখা হয়নি চিঠি, যোগাযোগ করবে সরকারি অফিসার, দাবি শিক্ষামন্ত্রীর(bratya basu)।
কালীঘাটে ASI-র গাড়িতে ধাক্কা বাংলাদেশি অনুপ্রবেশকারীর গাড়ির ! লাইসেন্স বের করতেই চাঞ্চল্যকর তথ্য..
একদিকে, কলকাতার কালীঘাটে গাড়ি দুর্ঘটনার তদন্তে নেমে হদিশ মিলল বাংলাদেশি অনুপ্রবেশকারীর। অন্যদিকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেতে গিয়ে মুর্শিদাবাদের সীমান্তে হাতেনাতে পাকড়াও হল ৮ বাংলাদেশের নাগরিক। কাজের সন্ধানে নাকি অন্য কোনও কারণে এ পারে গা ঢাকা দিয়েছিলেন তারা? ভারত-বাংলাদেশ টানাপোড়েনের মাঝেই ফের একাধিক প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে। কলকাতা থেকে জেলা, পুলিশের জালে ধরা পড়ছে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। কলকাতার কালীঘাটে,পথ দুর্ঘটনার তদন্তে নেমে এক বাংলাদেশে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ।ধৃত আজাদ শেখকে আগামী ৩জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। এর পাশাপাশি, জাফার আলি শেখ নামে তাঁর এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। ধৃতকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।


















