WB News: রাজ্য় মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদ থেকে মানস চক্রবর্তীকে সরানোর নির্দেশ
ABP Ananda Live: সরকারকে না জানিয়ে পুনর্নিয়োগ করা হয়েছে মানস চক্রবর্তীকে, এই অভিযোগ তুলে রাজ্য় মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদ থেকে তাঁকে অবিলম্বে সরানোর নির্দেশ দিল স্বাস্থ্যভবন। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে নতুন রেজিস্ট্রার নিয়োগের। ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গেলেই জারি হবে নতুন বিজ্ঞপ্তি। জানিয়েছেন কাউন্সিলের সভাপতি।
আরও খবর, কোনও বিরোধী দল নয়, নারদকাণ্ডের প্রসঙ্গ খুঁচিয়ে তুলে, সরাসরি ফিরহাদ হাকিম এবং সৌগত রায়কে আক্রমণ করলেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। পুলিশি ব্য়র্থতা নিয়ে মুখ খোলায় সুর চড়িয়ে তৃণমূল সাংসদ বললেন, ওরাও তো দুর্নীতিতে অভিযুক্ত, তাহলে ওরা এখনও দলে আছে কেন? ফিরহাদ হাকিমের কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, সৌগত রায় পাল্টা কটাক্ষ করে বললেন, কল্য়াণ তো সংসদীয় বৈঠকে বোতল ভেঙেছে, তা নিয়েও আমি কিছু বলেছি!


















