Avishek Banerjee : আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গের জেলা ধরে ধারাবাহিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
ABP Ananda LIVE : আগামী সোমবার থেকে উত্তরবঙ্গের জেলা ধরে ধারাবাহিক বৈঠক।জেলা ধরে সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা নিয়ে সাংগঠনিক বৈঠক।বুধবার মালদা জেলা নিয়ে বৈঠক ।১১ই আগস্ট উত্তর দিনাজপুর নিয়ে বৈঠক করবেন,তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।
আরও খবর...
টানা বৃষ্টিতে জলমগ্ন ঘাটাল; যাতায়াতে সমস্যা, প্লাবিত এলাকায় পিছোল পরীক্ষা
টানা বৃষ্টিতে এখনও জলমগ্ন ঘাটাল। পুর এলাকার ১৩টি ওয়ার্ড জলমগ্ন। পাঁচটি পঞ্চায়েত এলাকাও জলের তলায়। যাতায়াতে ভরসা ডিঙ্গি নৌকা। জলমগ্ন ঘাটালে কার্যত বন্ধ পঠন-পাঠন। স্কুলে আসতে পারছে না ছাত্ররা। পিছিয়ে গেল কয়েকটি স্কুলের পরীক্ষা।পশ্চিম মেদিনীপুরের ঘাটালে টানা বৃষ্টিতে জলস্তর বেড়েছে শীলাবতী ও ঝুমি নদীতে। জলমগ্ন ঘাটাল পুরসভার ১৩টি ওয়ার্ড। প্লাবিত ঘাটালের ৫টি পঞ্চায়েতের একাধিক গ্রাম। যেদিকে চোখ যাচ্ছে, শুধু জল আর জল। কোথাও জলের তলায় চলে গেছে হাজার হাজার বিঘার ধান জমি। কোথাও মাথায় হাত পড়েছে চাষিদের। তো কোথাও চরম জলযন্ত্রণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ঘাটালে যাতায়াতের সমস্ত পথের প্রায় বন্ধ। শুধুমাত্র ছোট ছোট ডিঙ্গি নৌকো করে সাধারণ মানুষ যাতায়াত করছেন। স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে পর্যন্ত পৌঁছতে পারছেন না। তাই স্কুলের পঠন-পাঠন প্রায় বন্ধ। পরীক্ষা পিছিয়ে গেছে প্রায় তিন চারটি স্কুলে। এক মাসে প্রায় চারবার বন্যা পরিস্থিতির সম্মুখীন হল ঘাটালবাসী। ওই এলাকার এক বাসিন্দা নিদান কোলে জানান, "মানুষ যাতায়ত করতে পারছে না। রাস্তাঘাট একেবারে ডুবে যাচ্ছে। জল তো ভালই বেড়ে গেছে। মানুষ যেতে পারছে না। যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে।''


















