TMC News :মুর্শিদাবাদে তৃণমূল কর্মী হত্যার ঘটনা প্রসঙ্গে কী বললেন ভরতপুরের TMC বিধায়ক হুমায়ুন কবীর?
ABP Ananda Live: এবার মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। গতকাল রাত ৯টা নাগাদ বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষ। অভিযোগ, বাঁধের রাস্তায় বাইক থামিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষের। পরিবারের অভিযোগ, এর আগেও তৃণমূল কর্মীকে ৩-৪ বার খুনের চেষ্টা হয়েছে । কেন বারবার হামলা? ব্যক্তিগত শত্রুতা, নাকি রাজনৈতিক কারণে খুন? আরও খবর... আবার নিম্নচাপ? দমকা হাওয়া, মেঘের গর্জন, ভারী বৃষ্টি! আগামী ৩-৪ দিনের আবহাওয়া নিয়ে বড় বার্তা IMD-র একদিন রোদ ঝলমল আবহাওয়ার পর আবার তুমুল বৃষ্টি। আবার দুর্যোগের মেঘ বঙ্গে। কলকাতার আকাশে ঘনঘোর বর্ষার সঙ্কেত। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘন্টায় পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। মৌসুমি বায়ুর জোরদার প্রভাব এখন ফিরোজপুর, কর্ণাল, মীরাট, বারাণসী, জামশেদপুর, দিঘায়। উত্তর বঙ্গোপসাগরে প্রত্যাশিত নিম্নচাপ অঞ্চলের প্রভাবে, ২৪ থেকে ২৮ জুলাই তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


















