Kajal Seikh: ফের বেলাগাম কাজল শেখ, এবার বিজেপির নেতা-কর্মীদের হাড় ভাঙার হুঁশিয়ারি
ABP Ananda LIVE : ফের বেলাগাম কাজল শেখ, এবার বিজেপির নেতা-কর্মীদের বুকে লাথি মেরে হাড় ভাঙার হুঁশিয়ারি। 'বিক্ষোভের দিন জেলা পরিষদের অফিস খোলা থাকলে তোমাদের বুকে লাথি মেরে হাড় ভেঙে দিতাম', হুঁশিয়ারি বীরভূম জেলা পরিষদের সভাধিপতির। তিলপাড়া বাঁধ সংস্কারে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ও রবিবার বিক্ষোভ দেখায় বিজেপি। ব্যারেজ সংস্কারের দাবিতে বীরভূমে জেলাশাসকের বাংলোর সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। সরকারি বিজ্ঞাপনে কালি লেপে দেন বিজেপির নেতা-কর্মীরা। 'বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় এসে কাজল শেখের বুকের হাড় ভেঙে দিয়ে গেছেন'। 'আগে নিজের ঘর সামলান, পরে বিজেপির হাড় ভাঙবেন'। 'এখন কেষ্ট মণ্ডল এসেছেন, কাজল শেখের পাঁজরার হাড় ভেঙে গেছে', পাল্টা আক্রমণ বিজেপির।
Road Problem: আলিপুরদুয়ারে ৬ কিলোমিটার রাস্তার কঙ্কালসার চেহারা
আলিপুরদুয়ার শহর লাগোয়া আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতে জেলা পরিষদের প্রায় সাড়ে ৬ কিলোমিটার রাস্তার কঙ্কালসার চেহারা। পিচ উঠে যাওয়া
রাস্তা খানা-খন্দে ভরা। বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের প্রায় ২০ হাজার মানুষ এই রাস্তার ওপর নির্ভরশীল। ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে আলিপুরদুয়ার শহরে যাওয়ার এটাই বিকল্প রাস্তা। স্থানীয়দের অভিযোগ, ১০ বছর ধরে রাস্তা বেহাল, প্রশাসনের কোনও হেলদোল নেই। বিজেপির অভিযোগ, কাটমানি দেওয়ার ভয়ে টেন্ডারে অংশ নিতে চাইছেন না ঠিকাদাররা। তৃণমূল পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, আগের টেন্ডারে একজন ঠিকাদার অংশ নেওয়ায় নতুন করে টেন্ডার ডাকা হয়েছে।




















