Kolkata Weather Update: রাজ্যের ওপর অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা, আজ দিনভর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
রাজ্যের ওপর অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা, রয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে আজ দিনভর দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলায়। আজ অতি ভারী বৃষ্টি হবে হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টি। শনিবার থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে।
মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় গতকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে সুন্দরবন এলাকায়। রাতভর ভারী বৃষ্টি হয়েছে ডায়মন্ড হারবার ও কাকদ্বীপে। নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়়েছে। দুর্যোগের কারণে সকাল থেকে রাস্তাঘাট ফাঁকা। জনজীবন কার্যত বিপর্যস্ত। আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। চলতি বছরে বৃষ্টির ঘাটতি ছিল। টানা ভারী বৃষ্টিতে ঘাটতি মিটবে বলে আশা কৃষি দফতরের।