Tiger Fear: এবার পুরুলিয়ায় বাঘের হানা। জঙ্গলে ঘুরছে রয়্যাল বেঙ্গল
ABP Ananda Live: এবার পুরুলিয়ায় বাঘের হানা। ঘন ঘন ডেরা বদল। বান্দোয়ান থেকে মানবাজার, জঙ্গলে ঘুরছে রয়্যাল বেঙ্গল। ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ছবি। সতর্ক বন দফতর।
মুখ্যমন্ত্রীর দাদার নাম করে প্রতারণা ?
মুখ্যমন্ত্রীর দাদার নাম করে প্রতারণার অভিযোগ । প্রতারণার ফাঁদে মালদা ও মুর্শিদাবাদের বেশ কয়েকজন যুবক । অজিত বন্দোপাধ্যায়ের নাম করে চাকরি ও রেশন ডিলারশিপ পাইয়ে দিতে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ । মালদার বৈষ্ণনগর, মালদা থানা ও মুর্শিদাবাদের ফরাক্কা থানায় অভিযোগ দায়ের । মালদা পুলিশ সুপারকে ই-মেল মারফত অভিযোগ । মালদা-মুর্শিদাবাদে ৮ জনের থেকে কয়েক দফায় ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা চত্বরে অগ্নিকাণ্ড। মেলা চত্বরের পাশে তাঁবুতেও আগুন। সেক্টর ১৯-এ কয়েকটি তাঁবুতে আগুন। মহাকুম্ভ মেলা চত্বরে আগুন লাগায় হুড়োহুড়ি। ঘটনাস্থলে দমকলের কয়েকটি ইঞ্জিন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা।


















