West Midnapore: তেলেঙ্গনায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ-আগুন, নিখোঁজ বাংলার ২ শ্রমিক
ABP Ananda Live: তেলেঙ্গনায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ-আগুন, নিখোঁজ বাংলার ২ শ্রমিক। এবার দাসপুরে নিখোঁজ ২ শ্রমিক, হাসপাতালে ভর্তি আরও ২। রাসায়নিক কারখানায় কাজ করতেন দাসপুরের একই পরিবারের ৪ জন। বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম তারাপদ ও তাঁর আত্মীয় অসীম টুডু। তারাপদর ছেলে শ্যামসুন্দর ঘটনার পর থেকে নিখোঁজ। বিস্ফোরণের ২ দিন পরেও ওই যুবকের খোঁজ না মেলায় আশঙ্কিত পরিবারের লোকজন। পরিবারের সঙ্গে দেখা করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন দাসপুর ১ নম্বর ব্লকের BDO-র।
সাউথ ক্যালকাটা ল’ কলেজ গণধর্ষণের অভিযোগের তদন্তে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, মনোজিৎ মিশ্র ও প্রমিত মুখোপাধ্যায়, দু’জনের মোবাইল ফোনেই তোলা হয়েছিল নির্যাতনের ভিডিও। সেখান থেকে অভিযুক্তদের সম্পর্কে আরও তথ্য মিলবে বলে মনে করছেন তদন্তকারীরা। অন্যদিকে, কসবাকাণ্ডে দ্রুত চার্জশিট তৈরির নির্দেশ দিয়েছে লালবাজার। মামলার নথি কী অবস্থায় রয়েছে, তা নিয়ে গতকাল SIT-এর সদস্যদের সঙ্গে বৈঠক করেন পুলিশ কমিশনার। ধৃতদের আজ ফের আদালতে তোলা হবে। মনোজিৎ মিশ্র ও কলেজের নাইট গার্ড-সহ ৪ ধৃতকে ফের হেফাজতে নিতে চায় পুলিশ।


















