(Source: ECI | ABP NEWS)
Fire Accident : দুই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের জের, সবংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড !
ABP Ananda LIVE : সবংয়ে দুর্ঘটনার জেরে ডাম্পারে আগুন, দুই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের পরই একটিতে আগুন। সবংয়ের নীলা বাসস্ট্য়ান্ড এলাকায় ২ ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে অন্য ডাম্পারের ধাক্কা। দুর্ঘটনার পর দাউদাউ করে জ্বলতে থাকে একটি ডাম্পার । আগুন ছড়িয়ে পড়ে দুর্ঘটনাস্থলের কাছে থাকা খড়ের গাদায়। দমকলের চেষ্টায় ডাম্পারের আগুন নিয়ন্ত্রণে।
আরও খবর...
' তৃণমলের শত্রু তৃণমূলই..' ! TMC-র বিজয়া সম্মিলনীতেও অনুব্রত-কাজল সংঘাত, বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে
তৃণমূলের বিজয়া সম্মিলনীতেও অনুব্রত-কাজল সংঘাত! অনুব্রত মণ্ডল ও কাজল শেখ অনুগামীদের মধ্য়ে স্লোগান, পাল্টা স্লোগান। কাজল শেখ মঞ্চে উঠতেই অনুব্রত মণ্ডলের নামে স্লোগান। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নামেও পাল্টা স্লোগান। শনিবার মুরারই ১ ব্লকে শাসক দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে মঞ্চে ছিলেন অনুব্রত মণ্ডল।
বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন,' আমাদের শত্রু আমাদের দলের মধ্যেই আছে।..'এরপর সুর মিলিয়ে অনুব্রত মণ্ডল বলেছেন, তৃণমূলের শত্রু বিজেপি নয়। তৃণমূলের শত্রু কংগ্রেস নয়, তৃণমূলের শত্রু তৃণমূলই।






















