Mamata Banerjee: মন্ত্রী মনোজ তিওয়ারি ও হাওড়া পুরসভার সংঘাতে কী বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়?ABP Ananda Live
West Bengal News: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে (Tmc Inner Tussle) ক্রিসমাস কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত কয়েকঘণ্টার মধ্যেই প্রত্যাহার করল হাওড়া (Howrah) পুরসভা। দলের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে আজ দুপুর ২টো থেকে ফের চালু হবে ক্রিসমাস কার্নিভাল, দাবি পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তীর (Sujoy Chakraborty)। এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwari) কার্নিভালে বেআইনিভাবে পার্কিং ফি নেওয়ার অভিযোগ তোলেন। অভিযোগ, গতকাল কার্নিভাল চলাকালীন সেখানে চড়াও হয়ে তাণ্ডব চালান মন্ত্রীর অনুগামীরা। পার্কিং কর্মীদের কাছ থেকে স্লিপ কেড়ে নিয়ে ছিঁড়ে দেওয়া হয়। নিরাপত্তার কারণ দেখিয়ে পাঁচদিনের মাথায় কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত নেয় হাওড়া পুরসভা। অস্বস্তি ঢাকতে ঘটনাকে অনভিপ্রেত বলে মন্তব্য করেন হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তী। গতকালের ঘটনাকে গুন্ডামি বলে আক্রমণ করেছেন মন্ত্রী অরূপ রায়। এদিকে, পার্কিংয়ের নামে টাকা তোলার অভিযোগ তুললেও, মেলা বন্ধের সিদ্ধান্ত নিয়ে মুখে কুলুপ এঁটেছেন মনোজ তিওয়ারি। ABP Ananda Live