এক্সপ্লোর
ABP Live Exclusive : কোন কৌশলে স্বপ্নপূরণ ? এবিপি লাইভে HS-এ সপ্তম স্থানাধিকারী সৃজা উপাধ্যায়
উচ্চমাধ্যমিকে (WB HS Result 2023) জেলায় সপ্তম স্থানাধিকারী সৃজা উপাধ্যায় (Sreeja Upadhyay)। কলকাতায় সে প্রথম। ব্রিলিয়ান্ট রেজাল্ট। দুরুদুরু বুকে স্কুলের গন্ডি পেরিয়ে এবার সামনে দীর্ঘ পথ চলার পালা। আগামীর প্ল্যান কী, জানতে চাইলে সৃজা জানায়, স্ট্যাটিস্টিকস নিয়ে পড়াশোনা করবে সে। আর আজকের সব ক্রেডিটই সে দিতে চায় তাঁর দিদিকে। বারবার সে কথাই বলেছে সৃজা।
আরও দেখুন






















