UPSC: UPSC স্বপ্ন সফল করতে পথ দেখাচ্ছে সল্টলেকের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার
উদ্দেশ্য সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় বাংলার পড়ুয়াদের এগিয়ে নিয়ে আসা। স্বপ্ন দেখাচ্ছে সল্টলেকের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার। মুখ্যমন্ত্রীর উদ্যোগে তৈরি এর চেয়ারম্যান সুরজিত্ কর পুর কায়স্থ। পড়াশোনার খরচও অনেকটাই কম।
২০১৪ সালে এখানে আলাদা একটা উইং খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম দেওয়া হয়, সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার। উদ্দেশ্য ছিল, বাংলার মেধাবী ছাত্রছাত্রীদের সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য প্রস্তুত করে তোলা। বাজেটে এর জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে এই স্টাডি সেন্টারের চেয়ারম্যান পদে রয়েছেন রাজ্যের প্রাক্তন ডিজি তথা রাজ্যের প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ কর পুরকায়স্থ।
২০১৮ সালের পর থেকে এখনও পর্যন্ত এই সেন্টার থেকে ১৫ জন UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।






















