আজ বাংলায়: বাংলা শাসন করবে না গুজরাত, হুঙ্কার মমতার, পরিবর্তন আসন্ন, পাল্টা নাড্ডা
বাংলা শাসন করবে না গুজরাত। বাংলা শাসন করবে বাংলাই। বহরমপুরের সভায় বিজেপিকে নিশানা করে হুঙ্কার দিলেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, বাংলায় এসে প্রধানমন্ত্রী মিথ্যাচার করে গেছেন। পাল্টা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার মন্তব্য, বঙ্গে পরিবর্তন আসন্ন। মমতাকে আর চাইছে না জনতা।
দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল। যে সন্তান মায়ের প্রয়োজনে পাশে থাকে না, সে কুসন্তান। যারা গেছে, পাপ বিদায় হয়েছে। কালনার সভা থেকে দলত্যাগীদের আক্রমণ মমতার।
কোন দল বেশি উন্নত? তৃণমূল না বিজেপি? বিধানসভা ভোটের আগে এবার তা নিয়েই তরজায় জড়াল দুই দল। এর সঙ্গে ফের মিমকে রাজ্যে নিয়ে আসার জন্য বিজেপিকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ২০০-র বেশি আসনই টার্গেট করছেন দিলীপ ঘোষরা।
যে রাস্তা নিয়ে বেসুরো মন্তব্যের পর তৃণমূল ত্যাগ, সেই রাস্তা ইস্যুতেই পথে নামলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রবীর ঘোষাল। পাশাপাশি নিজের খাস তালুকে জল প্রকল্প নিয়েও তৃণমূলকে নিশানা করলেন উত্তরপাড়ার বিধায়ক। পাল্টা খোঁচা দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বিশ্বভারতীতে কবিগুরুর চেয়ারে বসে ঐতিহ্যভঙ্গের অভিযোগ কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীর। সংসদে সেই অভিযোগে নেহরু, রাজীব গাঁধীর বিশ্বভারতীর ছবি দেখিয়ে পাল্টা জবাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। একইসঙ্গে তাঁর দাবি, শান্তিনিকেতনে কবিগুরুর চেয়ার নয়, তিনি বসেছিলেন অন্য একটি চেয়ারে।