Cattle Smuggling Probe: বিনয়ের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির জন্য ইন্টারপোলের কাছে সুপারিশ CBI-এর
গরুপাচারকাণ্ডে যুব তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি বিনয় মিশ্রের বিরুদ্ধে আগেই ওপেন ওয়ারেন্ট জারি করেছিল সিবিআই। এবার তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির জন্য ইন্টারপোলের কাছে সুপারিশ করল সিবিআই। অতীতে একাধিকবার নোটিস দেওয়া হলেও হাজিরা দেননি বিনয় মিশ্র। পাশাপাশি একাধিক জায়গায় তল্লাশি চালিয়েও তাঁর হদিশ পায়নি গোয়েন্দারা। এই পরিস্থিতিতে সিবিআইয়ের গোয়েন্দা মনে করছেন, সম্ভবত বিদেশে গা ঢাকা দিয়েছেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক।
এই পরিস্থিতিতে তাঁর নাগাল পেতে এবার ইন্টারপোলের সাহায্য নিতে চায় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, গ্রাফিক্স ইন
ফ্রান্সের লিয়ঁ-তে ইন্টারপোলের সদর দফতরে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র সম্পর্কে বিস্তারিত তথ্য ও তাঁর বিরুদ্ধে জারি হওয়া ওপেন ওয়ারেন্ট পাঠানো হয়েছে।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
