এক ডজন গল্প: নাড্ডার পরিবর্তন যাত্রা ফ্লপ শো, খোঁচা অনুব্রতর
নবদ্বীপের পর এবার তারাপীঠ, লালগড়ে রথযাত্রার সূচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কিন্তু কীভাবে সাজানো হয়েছে বিজেপির সেই রথ? ভিতরেই বা কী ব্যবস্থা? তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল।
‘বাংলার সংস্কৃতির সঙ্গে আমার নিবিড় সম্পর্ক। আমার স্ত্রী বাঙালি, তাই বাংলার প্রতি আমার আবেগ অন্যরকম। পিসি-ভাইপো বাংলার সংস্কৃতি জানেন না। বাংলার মানুষকে অপমান করেছেন পিসি-ভাইপো‘, এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন জেপি নাড্ডা।
ঝাড়গ্রামের সভায় চেয়ার ফাঁকা, ফিরলেন নাড্ডা। আধঘণ্টা অপেক্ষার পরে ফিরলেন জেপি নাড্ডা। ‘যানজটে শিল্পীরা আসতে পারেননি, তাই ফিরেছেন নাড্ডা’, সর্বভারতীয় মঞ্চে না ওঠা নিয়ে দাবি বিজেপি নেতৃত্বের।
জে পি নাড্ডার পরিবর্তন যাত্রা ফ্লপ শো। এক হাজার মানুষও যোগ দেয়নি। তারাপীঠে পুজো দিয়েও কিছু করতে পারবে না বিজেপি। খোঁচা অনুব্রত মণ্ডলের। পাল্টা আক্রমণ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের।
জে পি নাড্ডার পরিবর্তন যাত্রা ফ্লপ শো। এক হাজার মানুষও যোগ দেয়নি। তারাপীঠে পুজো দিয়েও কিছু করতে পারবে না বিজেপি। খোঁচা অনুব্রত মণ্ডলের। পাল্টা আক্রমণ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের।
দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল। যে সন্তান মায়ের প্রয়োজনে পাশে থাকে না, সে কুসন্তান। যারা গেছে, পাপ বিদায় হয়েছে। কালনার সভা থেকে দলত্যাগীদের আক্রমণ মমতার।
কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের রাজ্যসভা থেকে বিদায় জানাতে গিয়ে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবেগাপ্লুত মোদি কখনও তাঁকে বন্ধু বলে সম্বোধন করলেন। কখনও স্যালুট জানালেন। বিদায়বেলায় আবেগতাড়িত হয়ে পড়লেন গুলাম নবি আজাদও।
উত্তরপাড়ায় বামেদের পথসভায় পুলিসের ‘অভব্যতা’। বাম কর্মীদের ওপর ‘মত্ত’ অবস্থায় ‘চড়াও’ এসআই। অভিযুক্ত উত্তরপাড়া থানার সাব ইন্সপেক্টর প্রবীণ সিংহ। প্রতিবাদে অবরোধ, বিক্ষোভ বাম কর্মী সমর্থকদের। অভিযুক্ত এসআইকে ক্লোজ করা হয়েছে।
স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারি হাসপাতালে চিকিৎসায় বরাদ্দ বাড়াল রাজ্য সরকার। বিভিন্ন প্যাকেজে ১৫-২০ শতাংশ ব্যয় বৃদ্ধি হয়েছে। মঙ্গলবার নবান্নে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং স্বাস্থ্যসচিবের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ছিলেন জেলাশাসকরাও। যদিও, বরাদ্দ নিয়ে আরও প্রত্যাশা করছে বেসরকারি হাসপাতালগুলির সংগঠন।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৪৬। রাজ্যে একদিনে করোনায় ৬জনের মৃত্যু। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৭%। একদিনে কলকাতায় ২, উঃ ২৪ পরগনায় মৃত ২। একদিনে হাওড়ায় ১, নদিয়ায় একজনের মৃত্যু।