ফটাফট: মালদায় বিজেপি প্রার্থীকে গুলি, দত্তাবাদে দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ
মালদায় বিজেপি প্রার্থীকে গুলি। ভরসন্ধ্যায় পুরাতন মালদার সাহাপুর বাজারে হামলা। গলায় গুলি লাগে গোপালচন্দ্র সাহার। ঘটনা ঘিরে বিজেপি (BJP) ও তৃণমূল (TMC) চাপানউতোর।
পানিহাটিতে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বিজেপির ক্যাম্প অফিস লক্ষ্য করে বোমা। পাল্টা তৃণমূলের অফিস ভাঙচুর। বিজেপির যুব নেতার বাড়িতেও বোমাবাজি।
ভোট পরবর্তী সংঘর্ষে রবিবার দফায় দফায় উত্তেজনা ছড়াল সল্টলেকের দত্তাবাদে। উঠেছে গুলি চলার অভিযোগও। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল ও বিজেপি। তিনজনকে আটক করেছে পুলিশ।
ভোট মিটতেই বর্ধমানের একাধিক জায়গায় তৃণমূল ও বিজেপি সংঘর্ষ। লক্ষ্মীপুর মাঠে তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে বাঁশ পেটা করল বিজেপি। কাঞ্চননগরে তৃণমূল কর্মীদের বাইক পুড়িয়ে দেওয়ার ঘটনায় নাম জড়াল গেরুয়া শিবিরের। বিজেপির পাল্টা দাবি দলীয় কর্মীদের মারধর করে তৃণমূল।






















