Lok Sabha Election 2024: স্বস্তি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ এবং তাঁর ব্যক্তিগত সচিবের! কী নির্দেশ আদালতের। ABP Ananda Live
আদালতে স্বস্তি ঘাটালের বিজেপি প্রার্থী (Ghatal BJP Candidate) হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) এবং তাঁর ব্যক্তিগত সচিব তমোঘ্ন দে-র। ১৮ মে ঘাটাল থানায় দায়ের হওয়া এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার। ১৭ জুন বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ, ১০ জুন পরবর্তী শুনানি। একই নির্দেশ বহাল থাকবে বিজেপি কর্মী শেখ সামসু আলমের ক্ষেত্রেও, নির্দেশ হাইকোর্টের (High Court)।
এর আগে কী?
কদিন আগেই মাঝরাতে পশ্চিম মেদিনীপুরে একের পর এক বিজেপি নেতার বাড়িতে চলে পুলিশি অভিযান। ঘাটালের বিজেপি প্রার্থীর আপ্ত সহায়ক তমোঘ্ন দে-সহ ২ বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানা হয়। রাত আড়াইটে নাগাদ খড়গপুরের তালবাগিচায় তমোঘ্নর বাড়িতে হাজির হয় ঘাটাল ও খড়গপুর লোকাল থানার পুলিশ। এর পাশাপাশি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক সৌমেন মিশ্রর বাড়ি এবং মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও পুলিশ গভীর রাতে হানা দেয়। কী কারণে অভিযান, তা নিয়ে মুখ খোলেনি পুলিশ। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের ফেসবুক লাইভে কর্তব্যরত পুলিশ অফিসার দাবি করেন, প্রতারণার অভিযোগের তদন্ত করতেই এই অভিযান। পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের তুমুল বাদানুবাদ হয়। আর এবার পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু-হিরণ।