Lok Sabha Election 2024: রাত পোহালেই পঞ্চম দফায় রাজ্যে ৩ জেলার ৭ লোকসভা কেন্দ্রে ভোট।ABP Ananda Live
ABP Ananda Live: রাত পোহালেই পঞ্চম দফার ভোট। পঞ্চম দফায় রাজ্যে ৩ জেলার ৭ লোকসভা কেন্দ্রে ভোট। কাল বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, শ্রীরামপুরে নির্বাচন। কাল আরামবাগ, উলুবেড়িয়া, হাওড়া লোকসভা কেন্দ্রে ভোট। মোতায়েন ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রেকর্ড সংখ্যক QRT। ব্যারাকপুর: ৬৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৫১ QRT
বনগাঁ: ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৪৪ QRT। হাওড়া (কমিশনারেট) : ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৭৫ QRT। হাওড়া (গ্রামীণ): ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১০৫ QRT
হুগলি (গ্রামীণ): ১৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৬৬ QRT। চন্দননগর (কমিশনারেট) : ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৫৫ QRT। কেমন চলছে প্রস্তুতি? উল্লেখ্য়, ১ জুন দমদম লোকসভা কেন্দ্রে ভোটের পাশাপাশি বরানগর বিধানসভা উপনির্বাচন। দমদম ও বরানগরে দলীয় প্রার্থীর সমর্থনে সিঁথি থেকে সিপিএমের মহামিছিল। অন্য়দিকে, যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর সমর্থনে গড়িয়ায় প্রচারে বিমান বসু।