Abhishek Banerjee: পঃ মেদিনীপুরের এসপি বদল নিয়ে আক্রমণে অভিষেক! ABP Ananda Live
ABP Ananda Live: 'গতকাল ৩৫ লক্ষ টাকা-সহ বিজেপি নেতাকে ধরেছিল জেলা পুলিশ'। 'আজ সেই জেলারই পুলিশ সুপারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন'। 'এটাই মোদির গ্যারান্টি, ধর্ষক আর দুর্নীতিগ্রস্তদের মুক্তাঞ্চল'। পঃ মেদিনীপুরের এসপি বদল নিয়ে আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়! শিলিগুড়িতে (Siliguri) রামকৃষ্ণ মিশনের (Ramkrishna Mission) জমি 'দখলে দুষ্কৃতী তাণ্ডব'! শিলিগুড়ির সেবক রোডে রবিবারের ভোরে দুষ্কৃতী হামলা। 'আবাসিক-সন্ন্যাসীদের মেরে প্রায় ২ একরের জমি জবরদখল'। হামলা চালিয়ে মিশনের জমি জবরদখলের অভিযোগে এফআইআর। সাধু-আবাসিকদের মোবাইল ফোন ছিনিয়ে মারধরের অভিযোগ। জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগ প্রধানমন্ত্রীর । আশ্রমের সিসি ক্যামেরা ভেঙে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ রামকৃষ্ণ মিশনের । দুষ্কৃতীদের লাগিয়ে দেওয়া তালা ভেঙে জবরদখল মুক্ত করল পুলিশ। অন্যদিকে, ধনেখালিতে 'চোর-ডাকাত' তরজা। মাঝে কেন্দ্রীয় বাহিনী, মুখোমুখি হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। হুগলির বিজেপি প্রার্থীকে দেখে চোর চোর, গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। আসল জায়গায় পা দিয়েছি, তাই রাগ, অসীমা চোর, কটাক্ষ করেন লকেট। লকেটকে ডাকাত বলে পাল্টা আক্রমণ করেন ধনেখালির তৃণমূল বিধায়ক।