Kolkata Monk Rally: মমতা মন্তব্যের বিরুদ্ধে পথে নেমে সরব বিভিন্ন সম্প্রদায়ের সাধু-সন্ন্যাসীরা। ABP Ananda Live
রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে ইসকন। ভোটের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিশানায় সাধুসন্তদের একাংশ। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের প্রতিবাদে ষষ্ঠ দফা ভোটের (Lok Sabha Election 2024) আগের দিন পথে নেমে প্রতিবাদে সরব হলেন বিভিন্ন সম্প্রদায়ের সাধু-সন্ন্যাসীরা। তা নিয়েও আক্রমণ শানাতে দেরি করেনি তৃণমূল।
ষষ্ঠ দফা নির্বাচনের আগে ইস্য়ু হয়ে উঠেছে সাধু-সংঘাতও। সন্ন্য়াসীদের একাংশকে নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য় ঘিরে তোলপাড় চলছিলই, মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে শুক্রবার পথে নামলেন বিভিন্ন সম্প্রদায়ের সাধু-সন্ন্যাসীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে সন্ত অভিযান যাত্রা। বাগবাজার মায়ের বাড়ি থেকে মিছিল যাবে বিবেকানন্দের জন্মভিটে সিমলা স্ট্রিট পর্যন্ত। গিরিশ অ্যাভিনিউ, বাগবাজার স্ট্রিট, শ্যামবাজার হয়ে মিছিল যাবে বিধান সরণি হয়ে। কাকদ্বীপে বাসন্তী ময়দান থেকেও সাধু-সন্তদের মিছিল। শিলিগুড়িতেও বঙ্গীয় সন্ন্যাসী সমাজের মিছিল। শিলিগুড়ি সেবক রোডের রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ। ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল বঙ্গীয় সন্ন্যাসী সমাজের।