Lok Sabha Election 2024: পঞ্চম দফার ভোট চলাকালীন বিক্ষোভের মুখে লকেট-মিতালি। ABP Ananda Live
ABP Ananda Live: চন্দননগরে লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), আর গোঘাটে মিতালি বাগ (Mitali Bagh)। পঞ্চম দফার ভোট চলাকালীন বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি ও তৃণমূলের প্রার্থীরা। অন্যদিকে বুথ জ্যামের অভিযোগে, লিলুয়ায় হাতাহাতিতে জড়াল তৃণমূল ও বিজেপি। লকেট চট্টোপাধ্যায় থেকে মিতালি বাগ...পঞ্চম দফার ভোটে বুথে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল ও বিজেপির দুই প্রার্থী।এদিনে ধনেখালি থেকে চন্দননগরে যান হুগলির বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় । সেখানে ১৭৮ নম্বর বুথে তুমুল বিক্ষোভের মুখে পড়েন তিনি। বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ আবার হাতে জুতোও তুলে নিয়েছিলেন। একদিকে যখন লকেট চট্টোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়েছেন,তেমনি গোঘাটে দফায় দফায় বিজেপির বিক্ষোভের মুখে পড়েন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ।





















