Lok Sabha Elections 2024: ভোটের দিন বরানগরে নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনায় FIR দায়ের। ABP Ananda Live
West Bengal News: বরানগর বিধানসভার উপনির্বাচনের দিন বিজেপি প্রার্থী সজল ঘোষের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও বিজেপি কর্মীর মাথা ফাটানোর ঘটনায় তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা-সহ ৮ জনের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ জামিন অযোগ্য ধারায় FIR করল পুলিশ। বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। বরানগরের INTTUC নেতা শঙ্কর রাউত-সহ তৃণমূলের ৮ জন নেতা, কর্মীর নাম রয়েছে FIR-এ।
অন্য়দিকে, ভোটের রেজাল্ট আউটের আগে বুথ ফেরত সমীক্ষার ফল নিয়ে তরজা চরমে পৌঁছল বাংলায়। কে কত আসনে পাবে, সাত দফার ভোটপর্বের মধ্যে এতদিন তাই নিয়ে চলছিল বিজেপি ও তৃণমূলের ভবিষ্যদ্বাণী। এবার দুই শিবিরের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে EXIT পোল নিয়ে।
![Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/a415ad8002f708faa13fc71842e1250f1739169246428535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)