Lok Sabha Elections 2024: TMC-ISF সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়! নৌশাদের দিকে আঙুল তুুললেন সওকত মোল্লা
ABP Ananda Live: ভোটের মুখে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড় (Bhangar)। গতকাল রাতে ভোগালি এলাকায় পরপর দুটি বোমা পড়ে। পুলিশ সূত্রে খবর, বোমাবাজিতে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আইএসএফ-এর অভিযোগ, গতকাল রাতে বাড়ি বাড়ি গিয়ে দলের কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছিলেন তৃণমূলের কর্মীরা। লালবাজারে সেই অভিযোগ জানানোর পরই, তাঁদের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ তোলে তৃণমূল। ছড়িয়ে পড়ে আছে ফেটে যাওয়া বোমার অংশ। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরল কেন্দ্রীয় বাহিনী। গোটা ঘটনা প্রসঙ্গে নৌশাদ সিদ্দিকির দিকে আঙুল তুুললেন সওকত মোল্লা। আরও কী কী বললেন তিনি? জেনে নিন। পাশাপাশি জেনে নিন ভোটের আরও গুরুত্বপূর্ণ খবর।
![Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/a415ad8002f708faa13fc71842e1250f1739169246428535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)