Lok Sabha Elections 2024 Result: ভোটে হারার পর অগ্নিমিত্রা পাল ও দিলীপ ঘোষের মধ্য়ে শুরু চাপানউতোর
ABP Ananda Live: মেদিনীপুর কার্যকর্তারাই বলেছিলেন, আমি দাঁড়ালে জিতে জেতাম। অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) মন্তব্যের পাল্টা এই দাবি করলেন দিলীপ ঘোষ। পাশাপাশি কুড়মিদের সঙ্গে তাঁর বিরোধের অভিযোগ ওড়ালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
দু'জনই বিজেপির টিকিটে ভোটে লড়েছিলেন। দু'জনই হেরেছেন। গতবার দিলীপ ঘোষের জেতা মেদিনীপুর আসনে এবার হেরেছেন অগ্নিমিত্রা পাল। আর দিলীপ ঘোষকে জেতা আসন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। গতবার খুব কম ব্য়বধানে জেতা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এবার হেরে গেছেন তিনি। তারপর থেকেই দু'জনের মধ্য়ে শুরু হয়েছে কার্যত চাপানউতোর।
গতবছর মে মাসে কুড়মিদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়েছিল জঙ্গলমহলের একাংশ। তখন দিলীপ ঘোষের একটি মন্তব্যের জেরে তাঁকে জঙ্গলমহলে নিষিদ্ধ ঘোষণা করেছিল কুড়মি সমাজ। এমনকী খড়গপুর টাউনে, তৎকালীন বিজেপি সাংসদের বাংলোতে হামলাও চালানো হয়। কুড়মিদের সেই ক্ষোভের কারণেই, লোকসভা ভোটে দিলীপ ঘোষের কেন্দ্র বদল করা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন অগ্নিমিত্রা পাল। যার তীব্র বিরোধিতা করেছেন দিলীপ ঘোষ।